Back

ⓘ অ্যান্টার্কটিকার ভূগোল
                                               

অ্যান্টার্কটিকার ভূগোল

অ্যান্টার্কটিকার ভূগোল প্রধানত কুমেরুর সন্নিকটে এর অবস্থান তথা, বরফের দ্বারা প্রভাবিত। অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত, এটি কুমেরুর চারদিকে অপ্রতিসমভাবে বিস্তৃত এবং এর সিংহভাগই কুমেরু বৃত্তের দক্ষিণে অবস্থিত। এটি বিশ্ব মহাসাগরের দক্ষিণাংশের জলরাশি দ্বারা পরিবেষ্টিত - মতান্তরে এটি দক্ষিণ মহাসাগর দ্বারা অথবা প্রশান্ত মহাসাগর, অতলান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের দক্ষিণভাগ দ্বারা বেষ্টিত। এর আয়তন ১.৪ কোটি বর্গ কিমি-র বেশি। অ্যান্টার্কটিকার প্রায় ৯৮% পৃথিবীর বৃহত্তম হিম আচ্ছাদন দ্বারা আবৃত, যাকে অ্যান্টার্কটিক হিম আচ্ছাদন বলা হয় এবং যা স্বাদুপানির বৃহত্তম আধার। গড়ে ১.৬ ক ...

                                               

কুমেরু জীবভৌগোলিক অঞ্চল

কুমেরু বা অ্যান্টার্কটিক জীবভৌগোলিক অঞ্চল পৃথিবীর আটটি জীবভৌগোলিক অঞ্চলের অন্যতম। এই অঞ্চলের অন্তর্ভুক্ত এলাকার মধ্যে রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশ এবং দক্ষিণ আটলান্টিক ও ভারত মহাসাগর। অ্যান্টার্কটিকা মহাদেশ এতটাই ঠাণ্ডা যে লক্ষ লক্ষ বছর ধরে এখানে মাত্র ২ ধরনের সংবাহী উদ্ভিদ জন্মাতে পেরেছে। বর্তমানে এখানকার উদ্ভিদকূলের মধ্যে রয়েছে প্রায় ২৫০ ধরনের লাইকেন, ১০০ ধরনের মস, ২৫-৩০ ধরনের লিভারওয়ার্ট এবং প্রায় ৭০০ ধরনের স্থলজ ও জলজ শৈবাল প্রজাতি, যারা উন্মুক্ত পাথর ও মহাদেশীয় উপকূলের ভূমিতে জন্মায়। অ্যান্টার্কটিকার দুটি পুষ্পক উদ্ভিদ প্রজাতি, অ্যান্টার্কটিক হেয়ার গ্রাস ও অ্যান্টার্কটিক পার্ল ...

                                               

রানি মড ভূমি

রানী মড ভূমি নরওয়ের দাবিকৃত অ্যান্টার্কটিকার প্রায় ২৭ লক্ষ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ঔপনিবেশিক অঞ্চল। অঞ্চলটি ২০° পশ্চিম ও ৪৫° পূর্ব দ্রাঘিমাংশের মাঝে, পশ্চিমে ব্রিটিশ অ্যান্টার্কটিক অঞ্চল ও পূর্বে অস্ট্রেলীয় অ্যান্টার্কটিক অঞ্চলের মধ্যে অবস্থিত। ২০১৫ সালে নরওয়ে রীত্যনুসারে এই অঞ্চল থেকে দক্ষিণ মেরু পর্যন্ত তাদের দাবী প্রতিষ্ঠা করে, তার পূর্ব পর্যন্ত এর অক্ষাংশীয় সীমানা সংজ্ঞায়িত করা ছিল না। পূর্ব অ্যান্টার্কটিকায় অবস্থিত এ অঞ্চলের আয়তন সমগ্র অ্যান্টার্কটিকার প্রায় এক-পঞ্চমাংশ। অঞ্চলটি নরওয়েজীয় রানী ওয়েলসের মড এর নামে নামকরণ করা হয়।

                                               

শীতল মেরু

দক্ষিণ গোলার্ধে শীতল মেরুর বর্তমান অবস্থান অ্যান্টার্কটিকায়, এটি রাশিয়ার পূর্বে সোভিয়েত অ্যান্টার্কটিক স্টেশান ভস্টক -এ ৭৮°২৮′ দক্ষিণ ১০৬°৪৮′ পূর্ব অবস্থিত। ২১ জুলাই, ১৯৮৩ সালে, এই স্টেশনে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে −৮৯.২ °সে −১২৮.৬ °ফা। এটি পৃথিবীতে রেকর্ড হওয়া সর্বনিম্ন প্রাকৃতিকভাবে তাপমাত্রা। ভোস্টক স্টেশনটি সমুদ্রতল থেকে ৩,৪৮৮ মি ১১,৪৪৪ ফু উচ্চতায় অবস্থিত, সমুদ্রের মধ্যপন্থী প্রভাব থেকে নিকটতম সমুদ্র উপকূলে থেকে ১,০০০ কিমি দূরে সরানো এবং উচ্চ অক্ষাংশের ফলে প্রতি বছর প্রায় তিন মাস সিভিল মেরু রাত হয় মে মাসের প্রথম দিক থেকে জুলাইয়ের শেষের দিক পর্যন্ত, সমস্ত একত্রিত হয়ে এমন পরিব ...

                                               

অ্যান্টার্কটিকায় বসতি স্থাপন

অ্যান্টার্কটিকায় বসতি স্থাপন বলতে অ্যান্টার্কটিকা মহাদেশে সপরিবারে স্থায়ী মানব বসতি গড়ার কথা বোঝানো হয়। বর্তমানে শুধু কিছুসংখ্যক বিজ্ঞানী ও গবেষক অস্থায়ীভাবে সেখানে বসবাস করেন। অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোন আদিবাসী বাসিন্দা নেই। বর্তমানে সেখানে প্রায় ৭০ টি ঘাঁটিতে ৩০ টি দেশের বিজ্ঞানী ও কর্মচারী বসবাস করেন। অ্যান্টার্কটিকার আনুমানিক জনসংখ্যা গ্রীষ্মকালে ৪০০০ ও শীতকালে ১০০০ জন। এ পর্যন্ত অ্যান্টার্কটিকায় অন্তত ১১ বার মানবশিশু জন্মগ্রহণের দৃষ্টান্ত রয়েছে, ৮ টি আর্জেন্টিনার এসপেরাঞ্জ়া ঘাঁটিতে এবং ৩ টি চিলির প্রেসিদেন্তে এদুয়ার্দো ফ্রেই মন্তাল্ভা ঘাঁটিতে।

                                               

ভিনসন স্তূপপর্বত

ভিনসন স্তূপপর্বত বা ভিনসন ম্যাসিফ একটি স্তূপপর্বত যা দৈর্ঘ্যে ২১ কিমি, প্রস্থে ১৩ কিমি, এবং যা অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি ৪,৮৯২ মিটার উঁচু। পর্বতটি এলসওয়ার্থ ল্যান্ডের পর্বতমালার একটি অংশবিশেষ এবং যেখানে অ্যান্টার্কটিক উপদ্বীপের সাথে পশ্চিম অ্যান্টার্কটিকার সংযোগস্থলে অবস্থিত। কুমেরু হতে এর দূরতে ১,২০০ কিলোমিটার । ১৯৬০ সালে এসেই কেবল অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে এর মর্যাদা নিশ্চিত হয়। ভিনসন স্তূপপর্বত পশ্চিম অ্যান্টার্কটিকার অন্যান্য পর্বতের মত আগ্নেয় প্রকৃতির। ১৯৬৬ সালে এই পর্বতে প্রথম আরোহণ করা হয়। ২০০১ সালের একটি অভিযানে প্রথমবারের মত পূর্বদিক থেকে স ...

                                               

অ্যান্টার্কটিকা

অ্যান্টার্কটিকা) হল পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত মহাদেশ। ভৌগোলিক দক্ষিণ মেরু এই মহাদেশের অন্তর্গত। দক্ষিণ গোলার্ধের অ্যান্টার্কটিক অঞ্চলে প্রায় সামগ্রিকভাবেই কুমেরু বৃত্তের দক্ষিণে অবস্থিত এই মহাদেশটি দক্ষিণ মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। ১,৪২,০০,০০০ বর্গকিলোমিটার আয়তন-বিশিষ্ট অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং আয়তনে অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় দ্বিগুণ। অ্যান্টার্কটিকা মহাদেশটি এখনও পর্যন্ত বিশ্বের সর্বনিম্ন জনবসতিপূর্ণ মহাদেশ। এই মহাদেশের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ০.০০০০৮ জন। অ্যান্টার্কটিকার ৯৮% অঞ্চল গড়ে ১.৯ কিমি পুরু বরফে আবৃত। অ্যান্টার্কটিক উপদ্বীপের উত্তরপ্রান্তে অ ...

                                               

লেভ বার্গ

লেভ সেমিয়োনভিচ বের্গ একজন খ্যাতনামা রুশ ভূতত্ত্ববিদ, জীববিজ্ঞানী ও মৎস্যবিজ্ঞানী ছিলেন। তিনি ১৯৪০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত সোভিয়েত ভূতত্ত্ববিদ সংস্থার সভাপতি ছিলেন। তিনি চার্লস ডারউইন ও ল্যামার্কের বিবর্তনের বিরোধিতা করেন ও নোমোজেনেসিস নামক নিজস্ব বিবর্তন তত্ত্ব প্রদান করেন।

                                               

ড্রেক জলপথ

ড্রেক জলপথ দক্ষিণ আমেরিকার কেপ হর্ন, চিলি এবং অ্যান্টার্কটিকার দক্ষিণ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের দ্বারা আবদ্ধ প্রণালী বা জলপথ। এটি আটলান্টিক মহাসাগর দক্ষিণ-পশ্চিম অংশ স্কশিয়া সাগরের সাথে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পূর্ব অংশের সংযোগ ঘটায় এবং দক্ষিণ দিকে দক্ষিণ মহাসাগর অবধি বিস্তৃত।

                                               

দেশ

ভূগোল মতে দেশ হল একটি ভৌগোলিক অঞ্চল। এই দেশ শব্দটি প্রায়সই রাজনৈতিক বিভাগ বা সার্বভৌমিক রাষ্ট্র অঞ্চল বা সাবেক রাজনৈতিক বিভাগের ভৌগোলিক অঞ্চলকে সূচিত করে। সাধারণ ভাবে দেশ বলতে সার্বভৌমিক রাষ্ট্র -এর ধারণার সাথে মিলে যায় এবং যা রাষ্ট্র,জাতি বা সরকারের সঙ্গে সংযুক্ত।

                                               

দক্ষিণ মেরু

পৃথিবীর দক্ষিণ ভাগে অবস্থিত যে স্থানে পৃথিবীর আহ্নিক গতির অক্ষ ভূপৃষ্ঠকে ছেদ করে, সেই স্থান হল পৃথিবীর দক্ষিণ মেরু বা ভৌগোলিক দক্ষিণ মেরু বা কুমেরু । দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর দক্ষিণতম বিন্দু। এই স্থান পৃথিবীর উত্তর প্রান্তে অবস্থিত উত্তর মেরুর ঠিক বিপরীতে অবস্থিত। পৃথিবীর দক্ষিণ মেরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী গবেষণাগার আমুন্ডসেন-স্কট দক্ষিণ মেরু কেন্দ্র অবস্থিত।

                                               

ভার্খোয়ানস্ক

ভারখোয়ানস্ক রাশিয়ার সাখা প্রজাতন্ত্রের ভারখোয়ানস্কি জেলার একটি শহর, সুমেরু বৃত্তের কাছে ইয়ানা নদীর তীরে,জেলাটির প্রশাসনিক কেন্দ্র বাতাগে থেকে ৯২ কিলোমিটার দূূূরে এবং প্রজাতন্ত্রের রাজধানী ইয়াকুটস্কের ৬৭৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। ২০১০-এর আদমশুমারি অনুসারে এর জনসংখ্যা ছিল ১,৩১১। শহরটি পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা পার্থক্যের জন্য গিনেস বিশ্ব রেকর্ড করেছে: ১০৫ °C ।

                                               

অ্যান্টার্কটিক উপদ্বীপ

অ্যান্টার্কটিক উপদ্বীপ অ্যান্টার্কটিকা মহাদেশের মূল ভূখণ্ডের উত্তরসীমায় অবস্থিত একটি উপদ্বীপ। এটি অ্যান্টার্কটিকা মহাদেশের বৃহত্তম উপদ্বীপ, যা অ্যাডামস অন্তরীপ ও একলান্ড দ্বীপপুঞ্জের দক্ষিণাংশের সংযোজক রেখা হতে প্রায় ১,৩০০ কিলোমিটার পর্যন্ত বর্ধিত হয়ে দক্ষিণ মহাসাগরে প্রবেশ করেছে। বরফের আচ্ছাদনের নিচে কুমেরু উপদ্বীপ একগুচ্ছ শক্ত নিরেট প্রস্তর দ্বীপের সমন্বয়ে গঠিত; যেগুলো সুগভীর প্রণালী দ্বারা একে অপর থেকে বিচ্ছিন্ন। দ্বীপগুলো ভূমিস্থ বরফের আচ্ছাদন দ্বারা একে অপরের সাথে সংযুক্ত হয়েছে। দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণসীমায় অবস্থিত তিয়ের্‌রা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জ ও অ্যান্টার্কটিক উপদ্বী ...

                                               

জ্যাকসন পর্বত (অ্যান্টার্কটিকা)

জ্যাকসন পর্বত অ্যান্টার্কটিক উপদ্বীপের দক্ষিণাংশের একটি অন্যতম প্রধান পর্বত। এটি পালমার ল্যান্ডে আর্জেন্টিনা, চিলি ও যুক্তরাজ্যের অধিক্রমণশীল দাবীকৃত অংশে অবস্থিত। ৩,১৮৪ মিটার উচ্চতা বিশিষ্ট জ্যাকসন পর্বত ব্রিটিশ অ্যান্টার্কটিক অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। ১৯৩৯-১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের অ্যান্টার্কটিক কার্যক্রম দ্বারা আবিষ্কৃত এই পর্বতটি যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি, অ্যান্ড্রু জ্যাকসনের নামে নামকরণ করা হয়। ১৯৬৪ সালে জন ক্র্যাব কানিংহ্যামের নেতৃত্বে ব্রিটিশ অ্যান্টার্কটিক জরিপের একটি দল এই পর্বতে সর্বপ্রথম আরোহণ করেন। ১৯৭২ সালে পালমার দ্বীপ পর্যেষণার অংশ হিসেবে একদল ভূতাত্ত্বিক জ্যাকসন পর্বত ...

                                               

ট্রান্স-অ্যান্টার্কটিক পর্বতমালা

ট্রান্স-অ্যান্টার্কটিক পর্বতমালা কুমেরু মহাদেশে অবস্থিত একটি পর্বতমালা। এটি উত্তর ভিক্টোরিয়া ল্যান্ডের অ্যাডার অন্তরীপ হতে শুরু হয়ে কুমেরু মহাদেশের মধ্যগামী হয়ে কোটস ল্যান্ড পর্যন্ত বিস্তৃত। পর্বতমালাটি কুমেরু মহাদেশকে পূর্ব অ্যান্টার্কটিকা ও পশ্চিম অ্যান্টার্কটিকা - এই দুই ভাগে বিভক্ত করেছে। প্রকৃতপক্ষে আন্তকুমেরু পর্বতমালা কয়েকটি পৃথক নামবিশিষ্ট, বিচ্ছিন্ন পর্বতমালার সমষ্টি।

                                               

পিটার ১ দ্বীপ

পিটার ১ দ্বীপ হচ্ছে অ্যান্টার্কটিকা হতে ৪৫০ কিলোমিটার দূরে বেলিংশাউসেন সাগরে অবস্থিত একটি জনমানবশূন্য আগ্নেয় দ্বীপ। এর উপর নরওয়ের ঔপনিবেশিক দাবী রয়েছে। এটি অ্যান্টার্কটিকা এবং উপঅ্যান্টার্কটিকায় নরওয়ের তিনটি উপনিবেশের একটি; বাকি দুটি হল রানী মড ল্যান্ড এবং বোভেট দ্বীপ। পিটার ১ দ্বীপ ১১ কিলোমিটার দীর্ঘ, ১৯ কিলোমিটার প্রশস্ত এবং ১৫৬ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট। ১,৬৪০-মিটার উচ্চতা বিশিষ্ট চরমোদগ্র লারস ক্রিস্টেনসেন শৃঙ্গ এ দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ। দ্বীপের প্রায় সম্পূর্ণই হিমবাহ দ্বারা আচ্ছাদিত এবং বছরের বেশীরভাগ সময় প্রবহমান বরফ দ্বারা পরিবেষ্টিত, ফলে প্রায় সারা বছর জুড়েই এটি অনধিগম্য ...

Users also searched:

ভ্যালি ট্রেন কাকে বলে, প্লাবনভূমি নদীর কোন প্রবাহে সৃষ্টি হয়,

...
...
...