Back

ⓘ শিলিক নদী
শিলিক নদী
                                     

ⓘ শিলিক নদী

শিলিক বা শেলেক নদী কাজাখস্তানের আলমাটি অঞ্চলের এনবেখশিখাজাক জেলার মধ্য দিয়ে প্রবাহিত প্রধান নদী গুলির একটি। জাংগিরিক হিমবাহে উৎপন্ন এটি ইলি নদীর অন্যতম বৃহৎ উপনদী, কাজাখস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রধান জলপথ। কুর- শিলিক ও উলহান-শিলিক এই নদীর দুই প্রধান শাখা নদী। বৃহৎ আলমাটি খালের উৎপত্তিস্থল বারতোগে জলাধার এই নদীর প্রবাহপথে তৈরী করা হয়েছে।

                                     

1. প্রবাহ

শিলিক নদীর উৎপত্তি কাজাখস্তান ও কিরিগিজিস্তান সীমান্তবর্তী উত্তর তিয়ানশাল পর্বতমালার ট্রান্স-ইলি আলটাও পর্বতসারির দক্ষিণ ঢালের জাংগিরিক হিমবাহেরএকটি প্রান্ত হতে উৎপত্তিস্থল হতে উলি নদীতে পতিত হওয়ার আগে, শিলিক নদীর দৈর্ঘ্য ২৪৫ কিলোমিটার ১৫২ মা, এবং প্রবাহপথে নদীটি ৪,৯৮০ বর্গকিলোমিটার ১,৯২০ মা ২ এলাকার জল নিষ্কাশন করে থাকে। জাংগিরিক হিমবাহ হতে নদীটি পূর্ব দিয়ে প্রবাহিত হয়ে উত্তর দিকে ঘুরে ইলি নদী অভিমখে ঘুরে যায়। এই যাত্রাপথে শিলিক নদী বিভাজিত হয়ে দুইটি শাখা- কুর-শিলিক ও উলহান-শিলিক নামধারণ করে। নদীটি কাপচাগে জলাধারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরো প্রবাহেপর সর্বশেষ ইলি নদীর সাথে মিলিত হয়। ইলি নদীর মোহনায় শিলিখের নদী প্রতি সেকেন্ডে ৩২.২ ঘনমিটার পানি নিষ্কাশন করে।

                                     

2. তীরবর্তী বসতি

আলমাটি অঞ্চলের শিলিক জেলার প্রশাসনিক কেন্দ্র শেলেক এই নদী উপত্যাকা অঞ্চলে অবস্থিত। শিলিক জেলা বর্তমানে এনবেখশিখাজাক জেলার সাথে একত্রিত করা হয়েছে। অর্থ্যাৎ শিলিক নদী এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত। এছাড়াও এই নদী উপত্যাকা অঞ্চলে মালিবাই, বিজানোভা, বায়সেইত,সারিবুলাক, মালিনাফান ও মাসাক গ্রাম রয়েছে।