Back

ⓘ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ
                                     

ⓘ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ

ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ রাজধানীর বসুন্ধরা আবাসিক প্রকল্পে অবস্থিত একটি জাতীয় পর্যায়ের ইসলাম ধর্মীয় গবেষণামূলক প্রতিষ্ঠান। ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৯১ সালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইসলামিক রিসার্চ সেন্টার নামে এই উচ্চতর ধর্মীয় গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠিত হয় । ২০০২ সালে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ ঢাকাতে পক্ষকালব্যাপি এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ২০০৬ সালে ১৫ দিন ব্যাপি এক অর্থনৈতিক কর্মশালা ও সেমিনার আয়োজন করা হয়।

                                     

1. বিভাগ

ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশে ইসলামিক স্টাডিজের নিম্নলিখিত বিষয়গুলো শিক্ষা প্রদান করা হয়।

  • মেশকাত ফযীলত বা অনার্স;
  • আত-তাখাসসুস ফি উলূমিল হাদীস উচ্চতর হাদীস বিভাগ;
  • হিফজুল কুরআন;
  • দাওরায়ে হাদীস তাকমীল বা মাস্টার্স;
  • আত-তাখাসসুস ফি উলূমিত তাফসীর উচ্চতর তাফসীর বিভাগ;
  • আত-তাখাসসুস ফিল ক্বিরাআতিস সাবআ উচ্চতর কেরাআত বিভাগ;
  • আত-তাখাসসুস ফিল ইকতিসাদিল ইসলামী ওয়াল বুনূক উচ্চতর ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিভাগ;
  • দারুল ইফতা ফতোয়া বিভাগ;
  • আত-তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী উচ্চতর ইসলামী আইন ও ফতোয়া বিভাগ;