Back

ⓘ রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়
                                     

ⓘ রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল সেবামূলক কার্যক্রমের একটি অংশ হিসেবে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত করেছে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়। এটি নারায়ণগঞ্জের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়।

                                     

1. একাডেমিক ট্রাইমিস্টার ও সেমিষ্টার

রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে বছরে তিনটি ট্রাইমিস্টারে পাঠ দান করা হয়ে থাকে।

  • ফল সেমিস্টার: সেপ্টেম্বর - ডিসেম্বর
  • স্প্রিং ট্রাইমিস্টার: জানুয়ারী - এপ্রিল
  • সামার ট্রাইমিস্টার: মে - আগস্ট

ফার্মেসি ও টিএফডি বিভাগে বছরে দুইটি সেমিষ্টার ।

  • স্প্রিং সেমিষ্টার: জানুয়ারী - জুন
  • সামার সেমিষ্টার: জুলাই - ডিসেম্বর