Back

ⓘ কাবুল নদী
কাবুল নদী
                                     

ⓘ কাবুল নদী

কাবুল নদী, ক্লাসিকাল কোপেস, is a ৭০০-কিলোমিটার দীর্ঘ নদী যা সাংলেখ রেঞ্জ এর হিন্দু কুশ পর্বতমালায় আফগানিস্তান এবং বাঁধিবার জিনিসপত্র মধ্যে সিন্ধু নদী এর কছে এ্যাটক, পাকিস্তান. এটি পূর্ব আফগানিস্তানের প্রধান নদী এবং উনাই পাস দ্বারা হেলমান্দ জলের অংশ থেকে আলাদা করা হয়।

                                     

1. ধারা

কাবুল নদীটি কাবুলের শহরগুলি অতিবাহিত করে, পাকিস্তানে খাইবার পাখতুনখোয়াতে অতিবাহিত হওয়ার পূর্বে আফগানিস্তানে সুরজি এবং জালালাবাদ এর ২৫ কিলোমিটার ১৬মাইল টোরখামে ডুরান্ড লাইন সীমান্তের উত্তরে। কাবুল নদীর প্রধান উপনদীগুলি হচ্ছে লোগার, পানজির, আলিংগার, কুনার, বার ও সোয়াত নদী।

                                     

2. বহিঃসংযোগ

  • "Kabul River"। ব্রিটিশ বিশ্বকোষ ১১তম সংস্করণ। ১৯১১। উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে link