Back

ⓘ বাঁকে রাষ্ট্রীয় নিকুঞ্জ
বাঁকে রাষ্ট্রীয় নিকুঞ্জ
                                     

ⓘ বাঁকে রাষ্ট্রীয় নিকুঞ্জ

বাঁকে রাষ্ট্রীয় নিকুঞ্জ হচ্ছে ২০১০ সালে প্রতিষ্ঠিত নেপালের মধ্য-পশ্চিমাঞ্চল বিকাস ক্ষেত্রে অবস্থিত সেদেশের দশম জাতীয় উদ্যান। এই সংরক্ষিত এলাকার মোট আয়তন ৫৫০ কিমি ২ যার অধিকাংশ এলাকা পড়েছে শিবালিক পাহাড় এলাকায়। এলাকাটি বাঁকে জেলা ও সল্যান জেলার বাফার এলাকায় এবং দাঙ জেলায় অবস্থিত।

পাশের বর্দিয়া রাষ্ট্রীয় নিকুঞ্জ-এর সাথে মিলে এতদঞ্চলের সংরক্ষিত ১,৫১৮ কিমি ২ ৫৮৬ মা ২ এলাকা "বর্দিয়া-বাঁকে বাঘ সংরক্ষণ ইউনিট" গঠন করেছে।

                                     

1. উদ্ভিদ বৈচিত্র্য

বাঁকে রাষ্ট্রীয় নিকুঞ্জে অন্তত ১১৩ প্রজাতির গাছ, ১০৭ ভেষজ প্রজাতি এবং ৮৫ গুল্ম ও লতা প্রজাতি পাওয়া যায়। প্রচলিত প্রজাতি হচ্ছে শাল, axlewood, Semecarpus anacardium, খয়ের, Terminalia alata অন্তর্ভুক্ত।