Back

ⓘ গালওয়ান নদী
গালওয়ান নদী
                                     

ⓘ গালওয়ান নদী

গালওয়ান নদী চীনের জিনজিয়াং ও ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত শ্যোক নদীর একটি উপনদী। লেহর বাসিন্দা গোলাম রসুল গালওয়ান এর নামে এই নদীর নামকরণ করা হয়েছে। হরিশ কাপাডিয়া বলেছেন যে এটি বিরল দৃষ্টান্তগুলির মধ্যে একটি যেখানে একটি প্রধান ভৌগলিক স্থান একটি স্থানীয় অভিযাত্রীর নামে রাখা হয়েছে।

                                     

1. ভূগোল

গালওয়ান নদী দৈর্ঘ্য ৮০ কিলোমিটার চীনের জিনজিয়াং অঞ্চলের সামজুংলিং থেকে উৎপত্তি লাভ করে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে প্রবেশ করে সিন্ধু নদের উপনদী শ্যোক নদীতে ৩৪°৪৫′৩৩″ উত্তর ৭৮°১০′১৩″ পূর্ব স্থানাঙ্কে মিলিত হয়।

                                     

2. বিতর্কিত অঞ্চল

গালওয়ান নদী উপত্যকার উপরের দিকের অংশ ১৯৫৯ খ্রিষ্টাব্দ থেকে চীনের অধিকৃত ও ভারতের দাবীকৃত আকসাই চিন অঞ্চলে অবস্থিত। ১৯৬২ খ্রিষ্টাব্দে ভারত এই অঞ্চলে সেনা ছাউনি বানালেও ভারত-চীন যুদ্ধ শুরু হলে চীন এই অঞ্চল দখল করে নেয়।