Back

ⓘ কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়
                                     

ⓘ কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়

কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের, ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে অবস্থিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সংযুক্তির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়টি ১৯৬৭ সালে গড়ে উঠে। এই বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সংশ্লিষ্ট ১৬ জন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন। ১৯৬২ সালে এই বিশ্ববিদ্যালয়েই যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম কম্পিউটার প্রকৌশল বিভাগ চালু করা হয়।

                                     

1. অ্যাকাডেমিক্স

অনুষদসমূহ

  • ম্যান্ডেল স্কুল অব অ্যাপ্লায়েড সোশ্যাল সায়েন্সেস
  • কেস স্কুল অব ইঞ্জিনিয়ারিং
  • স্কুল অব ল
  • স্কুল অব মেডিসিন
  • স্কুল অব ডেন্টাল মেডিসিন
  • কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্সেস
  • ওয়েদারহেড স্কুল অব ম্যানেজমেন্ট
  • ফ্রান্সিস পেইন বোল্টন স্কুল অব নার্সিং
                                     

2. কৃতি শিক্ষার্থী

  • শুভ রায়, কৃত্রিম কিডনির আবিষ্কারক
  • পল সি লতেরবার, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০৩, ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৮৭, আইইই মেডেল অব অনার ১৯৮৭, ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ১৯৮৮