Back

ⓘ ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন
ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন
                                     

ⓘ ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন

ইউনিভার্সিটি অফ ইলিনয় এট আর্বানা-শ্যাম্পেইন মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম। এটি ইলিনয় অঙ্গরাজ্যের আর্বানা ও শ্যাম্পেইন শহরে অবস্থিত। ১৮৬৭ সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

                                     

1. কৃতি শিক্ষার্থী

 • জন রবার্ট শ্রিফার, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৭২, কমস্টক প্রাইজ ইন ফিজিক্স ১৯৬৮, ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৮৩
 • ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি, রসায়নে নোবেল পুরস্কার ১৯৪৬, উইলার্ড গিবস অ্যাওয়ার্ড ১৯৪৭, ফ্রাঙ্কলিন মেডেল ১৯৪৭
 • ফিলিপ এ শার্প, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৯৩, ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস অ্যাওয়ার্ড ইন মলিকুলার বায়োলজি ১৯৮০, লুইসা গ্রস হরউইজ প্রাইজ ১৯৮৮, ডিকসন প্রাইজ ১৯৯১, ন্যাশনাল মেডেল অব সায়েন্স ২০০৪
 • এডুইন জি ক্রেবস, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৯২, লুইসা গ্রস হরউইজ প্রাইজ ১৯৮৯
 • ফ্লয়েড ডান, আইইইই এডিসন মেডেল ১৯৯৬
 • জ্যাক কিলবি, ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৬৯, আইইই মেডেল অব অনার ১৯৮৬, ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ১৯৯০, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০০, চার্লস স্টার্ক ড্র্যাপার প্রাইজ ১৯৮৯, কম্পিউটার পাইওনিয়ার অ্যাওয়ার্ড ১৯৯৩, কিয়োটো প্রাইজ ১৯৯৩, হ্যারল্ড পেন্ডার অ্যাওয়ার্ড ২০০০
 • নিক হলোনিয়াক, ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ২০০২, আইইই মেডেল অব অনার ২০০৩, ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৯০, আইইইই এডিসন মেডেল ১৯৮৯
 • উইলিয়াম ডব্লিউ সিমন্স, আইইইই সাইমন রামো মেডেল ১৯৮৭
 • আলফ্রেড চো, ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ২০০৭, আইইই মেডেল অব অনার ১৯৯৪, ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৯৩, এলিয়ট ক্রেসন মেডেল ১৯৯৫
 • এডয়ার্ড এ. ডয়সি, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৪৩, উইলার্ড গিবস অ্যাওয়ার্ড ১৯৪১
 • রাসেল ডীন ডুপুইস, ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ২০০২, আইইইই এডিসন মেডেল ২০০৭, আইইইই মরিস এন লিয়েবম্যান মেমোরিয়াল অ্যাওয়ার্ড ১৯৮৫, জন বারডীন অ্যাওয়ার্ড ২০০৪
 • এম জর্জ ক্র্যাফোর্ড, ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ২০০২, আইইই মরিস এন লিয়েবম্যান মেমোরিয়াল অ্যাওয়ার্ড ১৯৯৫
 • পলিকার্প কুশ, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৫৫
 • ফজলুর রহমান খান, বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী।
 • ভিঞ্চেন্ত দু ভিগ্নেয়াউদ, রসায়নে নোবেল পুরস্কার ১৯৫৫, আলবার্ট ল্যাস্কার অ্যাওয়ার্ড ফর বেসিক মেডিকেল রিসার্চ ১৯৪৮, উইলার্ড গিবস অ্যাওয়ার্ড ১৯৫৬
                                     

2. কৃতি শিক্ষক

 • সিডনি ডেভিড ড্রেল, আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ড ১৯৭২, এনরিকো ফার্মি অ্যাওয়ার্ড ২০০০, ন্যাশনাল মেডেল অব সায়েন্স ২০০১
 • জন বারডিন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৫৬, ১৯৭২; আইইইই মেডেল অব অনার ১৯৭১, স্টুয়ার্ট ব্যালেন্টাইন মেডেল ১৯৫২, অলিভার ই বাকলি কনডেন্সড ম্যাটার প্রাইজ ১৯৫৪, ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৬৫, লোমোনোসোভ গোল্ড মেডেল ১৯৮৭, হ্যারল্ড পেন্ডার অ্যাওয়ার্ড ১৯৮৮
 • উইলিয়াম ডব্লিউ সিমন্স, আইইইই সাইমন রামো মেডেল ১৯৮৭
 • জন সিওফি, আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল ২০১০, মার্কনি প্রাইজ ২০০৬
 • নিক হলোনিয়াক, ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ২০০২, আইইই মেডেল অব অনার ২০০৩, ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৯০, আইইইই এডিসন মেডেল ১৯৮৯
 • উইলিয়াম লিটেল এভারিট, আইইইই মেডেল অব অনার ১৯৫৪, আইইইই জেমস এইচ মুলিগান জুনিয়র এডুকেশন মেডেল ১৯৫৭
 • রবার্ট ম্যাকএলিস, আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল ২০০৯
 • রুডলফ মার্কাস, রসায়নে নোবেল পুরস্কার ১৯৯২, আর্ভিং ল্যাংমুইর অ্যাওয়ার্ড ১৯৭৮, পিটার ডিবাই অ্যাওয়ার্ড ১৯৮৮, ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৮৯
 • অলভিন রোথ, অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০১২
 • এলিয়াস জেমস কোরি, রসায়নে নোবেল পুরস্কার ১৯৯০, ফ্রাঙ্কলিন মেডেল ১৯৭৮, Wolf Prize in Chemistry ১৯৮৬, জাপান প্রাইজ ১৯৮৯), রসায়নে নোবেল পুরস্কার ১৯৯০, প্রিস্টলি মেডেল ২০০৪
 • টমাস হুয়াং, আইইইই জ্যাক এস কিলবি সিগনাল প্রসেসিং মেডেল ২০০১
 • পল সি লতেরবার, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০৩, ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৮৭, আইইই মেডেল অব অনার ১৯৮৭, ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ১৯৮৮, কিয়োটো প্রাইজ ১৯৯৪, হার্ভে প্রাইজ ১৯৮৬
 • লিওনিদ হারউইচ, অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০০৭, ন্যাশবনাল মেডেল অব সায়েন্স ১৯৯০
 • চার্লস পেন্স স্লিখটার, ন্যাশনাল মেডেল অব সায়েন্স ২০০৭, বাকলি প্রাইজ ১৯৯৬, কমস্টক প্রাইজ ইন ফিজিক্স 1993, আর্ভিং ল্যাংমুইর অ্যাওয়ার্ড ১৯৬৯
 • রাজ মিত্র, আইইইই জেমস এইচ মুলিগান জুনিয়র এডুকেশন মেডেল ২০১১, আইইইই ইলেক্ট্রোম্যাগনেটিক্স অ্যাওয়ার্ড ২০০৬, AP-S Chen-To Tai Distinguished Educator Award - 2004, IEEE/AP-S Distinguished Achievement Award - 2002
 • ফ্রেডরিক সিটজ, ন্যাশনাল মেডেল অব সায়েন্স, ১৯৭৩